খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: ভারত-পাকিস্তান সীমান্তে নিজের জন্মদিনে পাকিস্তানি স্নাইপারের গুলিতে নিহত এক বিএসএফ সদস্য নিহত হয়েছেন।
বিএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার জম্মু ও কাশ্মীরে ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তবর্তী সাম্বা সেক্টরে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান এ স্নাইপার হামলা করেছে।
এদিন বিকেল সাড়ে ৪টা নাগাদ স্নাইপার রাইফেল দিয়ে দুলমা চেকপোস্টে বিএসএফ ছাউনি লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তানি সেনা। সেই সময় ছাউনিতে প্রহরা দিচ্ছিলেন ৫০ বছর বয়সী বিএসএফ-এর হেড কনস্টেবল রাধাপদ হাজরা।দুর্ভাগ্যক্রমে পাকিস্তানি স্নাইপারের গুলির সামনে পড়ে যান তিনি।
গুরুতর আহত অবস্থায় রাধাপদকে ডিএইচ সাম্বা হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই তিনি মারা যান। এরপরই, পাল্টা জবাব দেয় ভারত।
১৯৬৭ সালে এদিনই জন্মগ্রহণ করেছিলেন নিহত হেড কনস্টেবল। বিএসএফ জানিয়েছে, হাজরার বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়। গত ২৭ বছর ধরে তিনি বাহিনীতে কর্মরত। মোতায়েন ছিলেন বিএসএফ-এর ১৭৩ তম ব্যাটালিয়নে। জানা গিয়েছে, বাড়িতে তাঁর ২১ বছরের মেয়ে এবং ১৮ বছরের ছেলে রয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ