খবর২৪ঘন্টা স্পোর্টস ডেস্ক: করোনার বড়সড় ধাক্কা লেগেছে ফুটবলের দলবদলে। অর্থসংকটে অনেক ক্লাবই তাদের পছন্দের খেলোয়াড়কে কেনার আশা ত্যাগ করেছে। বরং খরচ কমাতে ডেরা থেকে খেলোয়াড় বিদায় করার কথা ভাবছে দলগুলো।
পৃথিবীর অন্যতম ধনী ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদও খরচ কমানোর কথা চিন্তা করছে সামনের মৌসুমে। সেক্ষেত্রে বড় কয়েকজন খেলোয়াড়কে বিক্রি করে দিতে পারে লস ব্লাঙ্কোসরা।
স্প্যানিশ গণমাধ্যমের খবর, আগামী মৌসুমে খেলোয়াড় কেনার আগে কমপক্ষে পাঁচজনকে বিদায় করার কথা ভাবছে রিয়াল কর্তৃপক্ষ।
করোনার আগে রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান জানিয়েছিলেন, কিলিয়ান এমবাপে আর এদোয়ার্দো কামাভিঙ্গার মতো খেলোয়াড়দের দলে আনতে জোর চেষ্টা চালাবেন তারা। কিন্তু সেই খেলোয়াড়দের কিনতে যে অর্থ দরকার, সেটি জোগাতে ঘরের কয়েকজনকে এখন বিক্রি করার বিকল্প নেই রিয়ালের সামনে।
ট্রান্সফারের এই তালিকায় আছেন গ্যারেথ বেল, হামেস রদ্রিগেজ, লুকাস ভাসকুয়েজ এবং মারিয়ানো। এই চারজনের সঙ্গে চলে আসতে পারে লুকা মদ্রিচ আর মার্সেলোর নামও। এই দুজনের হয়তো একজনকে ছেড়ে দেয়ার কথা ভাববে রিয়াল।
খবর২৪ঘন্টা/নই