টেবিলের কাঁচের সঙ্গে ধাক্কা লেগে বেশ বাজেভাবে পা কেটে ফেলেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। পা কেটে হাসপাতালে যেতে হয়েছে এই ক্রিকেটারকে। পায়ে নিতে হয়েছে ২৭ সেলাইও।
মাশরাফীর ঘনিষ্ঠ বন্ধু কাশিফ রেজা জানিয়েছেন, আজ শনিবার ঢাকায় নিজ বাসায় কাঁচের টেবিলের সঙ্গে ধাক্কা লাগে সাবেক এই অধিনায়কের। এরফলে টেবিলের কাঁচ পেছন থেকে মাশরাফীর ডান পায়ে মারাত্মক আঘাত করে।
এতে ডান পায়ে খুব বাজেভাবে কেটে যায় মাশরাফীর। পায়ের রগ পর্যন্ত কাঁটা যায়। যার জন্য ২৭টি সেলাইও দিতে হয়েছে তাকে। বর্তমানে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এই ক্রিকেটার। এই রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে জরুরী বিভাগে পর্যবেক্ষণে ছিলেন তিনি। সুত্র-আরটিভি
বিএ/