খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: মুম্বাইয়ের হয়ে চলতি মৌসুমে প্রথমবারের মত মাঠে নেমেই নিজের প্রতিভার ঝলক দেখান মোস্তাফিজ। টানা তিন ম্যাচে তার দল হারলেও দুর্দান্ত মোস্তাফিজ তুলে নেন ৫ উইকেট। তবে দলের জয়ে ম্যাচে অনেকটা ম্লান ছিল এই তারকা। চার ওভার বল করে দেন ৫৫ রান, থাকেন উইকেট শূন্য।
তবে তার এমন পারফর্মেন্সের পরও মোস্তাফিজের ওপর এখনও আস্থা রাখছেন দলের অধিনায়ক রোহিত শার্মা। আশা করেন পরের ম্যাচেই স্বরূপে ফিরবেন এই পেসার।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মোস্তাফিজের প্রতি তার পূর্ণ সমর্থনের কথা জানিয়ে মুম্বাই অধিনায়ক বলেন, ‘মোস্তাফিজ প্রথমবারের মত মুম্বাইয়ে খেলছে, আর তার ম্যাচের সংখ্যাও অনেক কম। আজ মোস্তাফিজ ভালো করতে পারেনি। আপনি সবসময় ছন্দে থাকবেন না। একজন বোলার সবদিন ভালো বোলিং করবে না। তার একদিন খারাপ জেতেই পারে। তবে আমি আশা করি মুস্তাফিজ পরের ম্যাচেই স্বরূপে ফিরবে।’
মুম্বাইয়ের হয়ে চলতি মৌসুমের প্রথম ম্যাচে ৪ ওভার বল করে ৩৯ রান দেন এই তারকা। তবে পরের দুই ম্যাচেই নিজের প্রতিভার ঝলক দেখান। তার সাবেক দল হায়দরাবাদের বিপক্ষে ২৪ রানে নেন ৩ উইকেট আর দিল্লির বিপক্ষে ২৫ রান দিয়ে নেন ১ উইকেট।
খবর২৪ঘণ্টা.কম/নজ