পরিচয় মিলেছে লালপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত তিন যুবকের
প্রকাশের সময় :
রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
লালপুর (নাটোর) প্রতিনিধঃ নাটোরের লালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার দুয়ারিয়া-কাশিমপুর সড়কে ফাঁকা এলাকায় এ ঘটনা ঘটে। সকালে ঘটনাস্থল থেকে লাশসহ চুর্ন বিচুর্ন মোটরসাইকেল উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ। নিহতরা হলো নাটোরের বড়াইগ্রাম উপজেলার আস্তিক পাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে ফয়সাল (২০), একই উপজেলার গোপালপুর গ্রামের জিয়া খাঁর ছেলে সজীব (২০), ও ঈশ্বরদী উপজেলার নিকরহাট গ্রামের আবু সাঈদ মোল্লার ছেলে মুশফিকুর রহমান জিহান (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কোন এক সময়ে দুয়ারিয়া- কাশিমপুর সড়কে ফাকা এলাকায় গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী পার্শবর্তী খেসাড়ির ক্ষেতে ছিটকে পড়ে। সকালে রাস্তার পাশে লাশসহ মোটরসাইকেল পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে লালপুর থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে লাশসহ ভাঙ্গা মোটরসাইকেল উদ্ধার করে তারা। লালপুর থানার ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।