নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলার দুয়ারি স্কুলপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্বাস আলী (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন। নিহত কৃষক ওই গ্রামের মৃত কুদ্দুসের ছেলে। বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার বেলা দেড়টার দিকে আব্বাস নিজ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ না থাকা অবস্থায় সুইচ অন করেই বিদ্যুতের কাজ করছিলেন। হঠাৎ করে বিদ্যুৎ চলে আসলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। পরে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করেন।
এ বিষয়ে পবা থানার এসআই মিজানুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নিহত হয়েছেন। অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
খবর২৪ঘণ্টা/এমকে