নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের নৌকার প্রার্থী কর্তৃক নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ ও বিএনপির প্রার্থী শফিকুল হক মিলনের পোস্টার ও ফেস্টুন ছিঁড়ে ফেলায় নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছে বিএনপি। মঙ্গলবার রাজশাহী রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এসএম আব্দুল কাদেরের কাছে লিখিত অভিযোগ করেন মিলনের প্রধান নির্বাচনী এজেন্ট শেখ মকবুল হোসেন। অভিযোগে জানানো হয়, নওহাটা পৌরসভার দুয়ারী কেন্দ্রের পাশে গত ১১ ডিসেম্বর আনুমানিক রাত ১টার দিকে পোষ্টার, ফেস্টুন কেটে ফেলেছে
নৌকা প্রতীকের সমর্থকরা, নওহাটা পৌরসভার এয়ারপোর্ট থানার সামনে ভুগরইল গ্রামে লেমনেটিং পোষ্টার কেটে ফেলেছে নৌকা প্রতীকের সমর্থকরা এবং নির্বাচন কমিশন থেকে সিঙ্গেল হর্ন ব্যবহারের নির্দেশনা থাকলেও নৌকা প্রতীকের সমর্থকরা ডাবল হর্ন ব্যবহার করছে।অভিযোগ আমলে নিয়ে প্রয়োজনীয় দ্রুত ব্যবস্থা গ্রহণপূর্বক সুষ্ঠ নির্বাচনী পরিবেশ ও লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করার লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয় অভিযোগে।
খবর ২৪ ঘণ্টা/এমকে