সংবাদ বিজ্ঞপ্তি : পবা উপজেলা ছাত্রদলের অধিনস্থ বড়গাছি ইউনিয়ন ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেল ৪ টায় বড়গাছি ইউনিয়নের সবসার উচ্চ বিদ্যালয় মাঠে বড়গাছি ইউনিয়ন ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত হয় । পবা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়গাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিএনপি নেতা মোঃ সোহেল রানা, বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা বিএনপি নেতা জেকের মন্ডল, পবা উপজেলা যুবদলের আহ্বায়ক মো: সুলতান আলী, জেলা ছাত্রদল সহ-সভাপতি রানা শেখ, পবা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাদ্দাম হোসেন, সোহেল রানা, হাসান আলী, জামিল আখতার
লিটন, গোলাম মাওলা প্রিন্স, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানার পরিচালনায় আরও উপস্থিত ছিলেন পবা উপজেলা ছাত্রদল সদস্য হুমায়ন কবির, মাহাবুব আলী সহ বড়গাছি ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের শতাধিক ছাত্রদলের নেতা কর্মীরা । কর্মী সভায় ছাত্রদলের কার্যক্রমকে তৃণমুল থেকে নতুন করে ঢেলে সাজানোর লক্ষ্যে সাংগঠনিক অভিভাবক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশক্রমে ছাত্রদলের কর্মীদের মাঝে তথ্য সংগ্রহের সদস্য ফরম বিতরণ করা হয় । পবা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল আমিন বলেন খুব আমরা দায়িত্ব পাওয়ার পর প্রতিটি ইউনিয়নে কর্মী সভার আয়োজন করেছি তার ধারাবাহিকতায় আজ বড়গাছি ইউনিয়নে কর্মী সভা করেছি । ছাত্রদল কেন্দ্রীয় কমিটি, বিভাগীয় টিম এবং জেলা কমিটির সার্বিক নির্দেশনায় আমরা দ্রুততম সময়ে ইউনিয়ন কমিটি সম্পন্ন করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন ।
এমকে