নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলার পবা উপজেলায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জন্য ৩০ দিনব্যাপী ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্স শুরু হয়েছে।
মঙ্গলবার (৬ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে পবা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ কোর্সের আয়োজন করে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএজি)। এসময় ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে এ কোর্সের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক মো. আব্দুল কাইয়ুম।
প্রধান অতিথির বক্তব্যে এনআইএজির মহাপরিচালক মো. আব্দুল কাইয়ুম বলেন, বাংলাদেশের গ্রামীণ এলাকার আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে গ্রাম পুলিশদের ভূমিকা অনস্বীকার্য। তাদের দক্ষতা ও জ্ঞান বাড়াতে বুনিয়াদী প্রশিক্ষণ একটি যুগান্তকারী পদক্ষেপ। এই উদ্যোগটি গ্রাম পুলিশের দক্ষতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নের একটি বড় পদক্ষেপ। ফলে এই প্রশিক্ষণের সফল বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি দক্ষ ও সুশৃঙ্খল গ্রাম পুলিশ বাহিনী গড়ে তুলতে পারব, যা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তিনি আরও বলেন, বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের আওতায় ৩১টি জেলার ৩১টি উপজেলার ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেয়া হবে। গত ২০২৩-২৪ অর্থবছরে ৩১টি বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে মোট ১২৪০ জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রশিক্ষণ ক্যালেন্ডারে ৬৪টি বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে ২৫৬০ জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যকে প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা করা হয়েছে। ইতোমধ্যে প্রথম পর্বের ১৬টি উপজেলায় প্রতিটি ব্যাচে ৪০ জন করে মোট ৬৪০ জন গ্রাম পুলিশদের এই প্রশিক্ষণ দেয়া হয়েছে। আজ থেকে মাসব্যাপী দ্বিতীয় পর্বের প্রশিক্ষণ শুরু হলো। এই প্রশিক্ষণ কোর্স শেষ হবে ৪ জুন।
রাজশাহীর পবা উপজেলা প্রান্তে এ আয়োজনের সভাপতি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আফিয়া আখতার।
এসময় প্রশিক্ষণের মাধ্যমেই গ্রাম পুলিশদের আরও সক্রিয় করা সম্ভব বলে অভিমত ব্যক্ত করে তিনি বলেন, বুনিয়াদি প্রশিক্ষণের মূল লক্ষ্য ও উদ্দেশ্য মানব সম্পদ উন্নয়ন। একটি প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে কর্মীদের দক্ষতার উপর। দক্ষতা বৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম প্রশিক্ষণ। এ প্রশিক্ষণ কোর্সের অন্যতম উদ্দেশ্য ইউনিয়ন পরিষদের আইন শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের দায়িত্ব ও কর্তব্য এবং ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট আইন-বিধি সম্পর্কে অবহিত করা। এই প্রশিক্ষণে ৮টি ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ অংশগ্রহণ করছেন। মাসব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যরা আরও দক্ষতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করবেন বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
আলোচনা সভায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আত্মত্যাগকারি সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. জাকিউল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ, আনসার ও ভিডিপি রাজশাহীর জেলা কমান্ড্যান্ট আরিফ বিন জলিল, সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান।
এসময় উপজেলা বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার এর পরিচালনায় স্বাগত বক্তা রাখেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের অনুষদ সদস্য গবেষণা কর্মকর্তা মতি আহমেদ। এসময় তিনি বলেন, বুনিয়াদী প্রশিক্ষণ একটি মৌলিক প্রশিক্ষণ প্রক্রিয়া, যার মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা এবং দলগত কাজের ক্ষেত্রে উন্নয়ন সাধন করবে। এই প্রশিক্ষণটি মূলত তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে আত্মবিশ্বাস বৃদ্ধি ও দক্ষতা অর্জনের জন্য ডিজাইন করা হয়েছে। এর পাশাপাশি অস্ত্র ব্যবহারের মৌলিক জ্ঞানও প্রদান করা হবে, যা তাদের নিরাপত্তার দায়িত্ব আরও ভালোভাবে পালনে সহায়তা করবে।
বিএ..