খবর২৪ঘণ্টা ডেস্ক: রাজবাড়ীর পদ্মা নদীতে পাথরবোঝাই ট্রলার ডুবে চার শ্রমিক নিখোঁজ হয়েছে। নিখোঁজ শ্রমিকরা হচ্ছেন নুরুজ্জামান (৪০), ফারুখ (৪০), আবদুল (৪৩) ও আলামিন শেখ (৪৫)। তাঁদের সবার বাড়ি সিরাজগঞ্জে।
ট্রলারটি পাবনার কাজীর হাট থেকে পাথর বোঝাই করে রাজবাড়ীর গোদার বাজার ঘাটে আসছিল। শুক্রবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার অন্তর মোড় নামক এলাকায় পদ্মা নদীতে ট্রলারটি ডুবে যায়।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শওকত আলী জোয়াদ্দার জানান, দুপুরের দিকে পদ্মার প্রবল স্রোতের কারণে অন্তর মোড় এলাকায় ডুবে যাওয়া ট্রলারটিতে ১০ জন শ্রমিক ছিলেন। এর মধ্যে ছয়জন সাঁতরে ওপরে উঠলেও চারজনের কোনো সন্ধান পাওয়া যায়নি। খবর পেয়ে রাজবাড়ী, গোয়ালন্দ ফায়ার সার্ভিস এবং পাটুরিয়া থেকে ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও সন্ধ্যা পর্যন্ত কাউকেই খুঁজে পাওয়া যায়নি।
শনিবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান চালানো হবে বলে তিনি জানান।
এমকে