খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: সময়টা নিতান্তই খারাপ যাচ্ছে বাংলা থেকে ভারতীয় ক্রিকেটে পা রাখা পেসার মহম্মদ শামির৷ এতদিন স্ত্রী হাসিন জাহানের সঙ্গে ঝামেলায় জড়িয়ে শঙ্কটে ফেলেছিলেন নিজের ক্রিকেট কেরিয়ার৷ সেখানে কিছুটা স্বস্তি পেলেও রবিবার গাড়ি দূর্ঘটনার কবলে পড়ে যখম হলে তিনি৷
পথ দূর্ঘটনায় আহত হলেন ভারতীয় পেসার মহম্মদ শামি৷ রবিবার সকালে দেরাদুন থেকে দিল্লি আসার পথে শামির গাড়ি দূর্ঘটনার মুখে পড়ে৷ খুব বড়সড় আঘাতের হাত থেকে বাঁচলেও মাথায় চোট পান সাম্প্রতিককালে বিতর্কিতভাবে খবরে থাকা শামি৷
সদ্য বিসিসিআইয়ের কাছ থেকে ক্লিনচিট পাওয়া এই পেসার দেরাদুন থেকে দিল্লি আসছিলেন৷ গাড়ি দূর্ঘটনায় মাথায় আঘাত পাওয়াতে সেলাই করতে হয়েছে ‘মেন ইন ব্লু’র এই পেসারকে৷ চোটের ফলে দিল্লি না এসে তিনি আবার দেরাদুনে ফিরে গিয়েছেন৷
মার্চ মাসের শুরু থেকে ব্লু ব্রিগেডের এই পেসার খবরের শিরোনামে রয়েছেন, স্ত্রী হাসিন জাহানের সঙ্গে বিবাদের জন্য৷ তাঁর বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং , বিবাহ বহির্ভূত একাধিক সম্পর্কে জড়ানোর মত একের পর এক গুরুত্তর অভিযোগ এনেছেন স্ত্রী হাসিন জাহান৷ বিষয়টি কোর্ট অবধি গড়িয়েছে৷ ‘মেন ইন ব্লু’র পেস বোলিংয়ের অন্যতম সেরা অস্ত্রকে অবশ্য ম্যাচ গড়পেটার অভিযোগ থেকে মুক্তি দিয়েছে বিসিসিআই৷ ২০১৮ আইপিএলে সানরাইজার্সর হায়দ্রাবাদের জার্সি গায়ে দেখা যাবে মহম্মদ শামিকে৷ তবে স্ত্রী হাসিনের অভিযোগ মত শামির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে লালবাজার৷
খবর২৪ঘণ্টা.কম/রখ