1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পত্নীতলায় আশ্রয় এনশিওর প্রকল্পের সভা অনুষ্ঠিত - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ন

পত্নীতলায় আশ্রয় এনশিওর প্রকল্পের সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি -পত্নীতলায় বেসরকারী এনজিও সংস্থা আশ্রয় এনশিওর প্রকল্পের অর্ধ-বার্ষিক ইডিসি সভা মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশে প্রান্তিক পরিবারের শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত এবং মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে আশ্রয় এনশিওর প্রকল্পের উদ্যোগে উক্ত সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ত্রিশিত কুমার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলিমুজ্জামান মিলন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার ফিরোজ আল মামুন, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার একেএম খোকন, হুমায়ুন কবির, আব্দুর রহিম, শাহনাজ আক্তার, দি হাঙ্গার প্রজেক্টের সমন্বয়ক আছির উদ্দীন, পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, এনজিও প্রতিনিধিবৃন্দ, ইডিসি সদস্যবৃন্দ, আশ্রয় এনসিওর প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুর রাজ্জাক, প্রকল্প ব্যবস্থাপক সেলিম উদ্দিন, উপজেলা ম্যানেজার তহমিনা খাতুন প্রমূখ।

উল্লেখ্য, আশ্রয় এনসিওর প্রকল্প পত্নীতলা উপজেলা এবং জেলার নিয়ামতপুর উপজেলার ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ বছর বয়সি শিশুদের মানসম্মত ও বিনোদন মূলক শিক্ষা নিশ্চিত করতে ২০২১ হতে কার্যক্রম পরিচালনা করে আসছে। চলতি বছরে প্রকল্পের ফেইজ আউট হবে পাশাপাশি কমিউনিটি ফিলানথ্রপির মাধ্যমে প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগকে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। পরে অতিথিবৃন্দ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের হাতে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team