1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পঞ্চম ধাপের ইউপি নির্বাচন : সহিসংতায় নিহত ৬ - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৪ মে ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন

পঞ্চম ধাপের ইউপি নির্বাচন : সহিসংতায় নিহত ৬

  • প্রকাশের সময় : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এই দফায়ও অনিয়ম, সহিংসতার খবর পাওয়া গেছে।

প্রতিনিধিদের দেওয়া তথ্যমতে, চট্টগ্রাম, ভোলা, ফেনী, মানিকগঞ্জসহ বেশ কয়েকটি জেলায় নির্বাচনী অনিয়ম, সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ভোটগ্রহণ বন্ধ করাসহ দায়িত্বরত কর্মকর্তাদের প্রত্যাহার করে নেওয়ার ঘটনাও ঘটেছে। এ পর্যন্ত নির্বাচনি সহিংসতায় ছয়জন নিহত হয়েছেন।

মানিকগঞ্জ:
মানিকগঞ্জের দৌলতপুরের বাচামারা ভোটকেন্দ্রে নির্বাচনী সহিংসতায় ছলেমন খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ওই কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত ছলেমন খাতুন উপজেলার বাচামারা গ্রামের খোরশেদ আলমের স্ত্রী।

জানা গেছে, আজ বুধবার দুপুরের দিকে ছলেমন খাতুন ভোট দিতে বাচামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে যান। এ সময় ৫ নং ওয়ার্ডের দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে ওই নারী হার্ট অ্যাটাক করেন।

চট্টগ্রাম:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নির্বাচনী সহিংসতায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে চাতরি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে জানান থানা নির্বাচন কর্মকর্তা সৈয়দ মো. আনোয়ার খালেদ। নিহত ব্যক্তির নাম ওমকার দত্ত (৩৫)।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, নির্বাচনী সহিংসতায় ১ জন নিহত হয়েছে।

বগুড়া :
বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে জাকির হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জাইগুলি গ্ৰামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন রামেশ্বরপুর জাইগুলি গ্ৰামের মৃত লয়া মিয়ার ছেলে।

গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম একজন নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।

গাইবান্ধা :
গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী আদর্শ ডিগ্রি কলেজ ভোটকেন্দ্রের বাইরে আবু তাহের (৪০) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করেছে প্রতিপক্ষ। আবু তাহের জুমারবাড়ী ইউনিয়নের মামুদপুর গ্রামের ওমর আলীর ছেলে।

বিকেল পৌনে ৩টার দিকে টিউবওয়েল মার্কার সদস্য প্রার্থীর সমর্থক আবু তাহের অন্য সদস্য প্রার্থী রাসেল আহমেদের (ফ্যান) কর্মীদের হামলা হমলার শিকার হন। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় পোচ দিলে তিনি মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে বগুড়ার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের পিতা ওমর আলী ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এই ঘটনায় এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

চাঁদপুর:
চাঁদপুরে বিকেল সাড়ে ৩ টায় হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাহেরচর এলাকায় দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে ১জন মারা গেছেন। তার নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, কচুয়া উপজেলার সাচার এলাকায় দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষ দেখা দিলে চুরিকাঘাতের শিকার হন শরীফ হোসেন। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। সাচার হাতিরবন্ধ গ্রামের শহীদ উল্লাহর ছেলে শরীফ হোসেন।
ইসি সূত্রে জানা যায়, আজ বুধবার ভোটে তিন পদে মোট ৩৬ হাজার ৪৫৭ প্রার্থী ভোট যুদ্ধে লড়াই করবেন। এই ধাপে চেয়ারম্যান পদে ৩ হাজার ২৭৪ জন, সংরক্ষিত আসনে ৭ হাজার ৯৫০ জন ও সাধারণ সদস্য পদে ২৫ হাজার ২৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৯৩ প্রার্থী নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৪৮ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৩৩ জন ও সাধারণ সদস্য পদে ১১২ প্রার্থী নির্বাচিত হয়েছেন।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team