দিনাজপুরের ঘোড়াঘাট পৌর নির্বাচনে বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী আ. ছাত্তার মিলন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
মঙ্গলবার (২ নভেম্বর) সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শহীনুর রহমান প্রামানিক ফলাফল ঘোষণা করেন।
জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী আ. ছাত্তার মিলন নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৩৮০ ভোট। তার নিকটতম নৌকার প্রার্থী ইউনুস আলী মণ্ডল পেয়েছেন ৩ হাজার ৮৯৬ ভোট। বেসরকারিভাবে আ. ছাত্তার মিলন ২ হাজার ৮৯৬ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।
ঘোড়াঘাট পৌরসভায় মোট ৫ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগের প্রার্থী ইউনুস আলী মণ্ডল (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আ. ছাত্তার মিলন (নারিকেল গাছ), আবুল কালাম আজাদ (জগ), আব্দুল মান্নান (মোবাইল) এবং রিপন আহাম্মেদ রানা (রেল ইঞ্জিন)।
রিটানিং অফিসার শহীনুর রহমান প্রামানিক জানান, ঘোড়াঘাট পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৯৪৭ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৭৫৬ জন এবং নারী ভোটার সংখ্যা ১০ হাজার ১৯১ জন।
বিএ/
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।