1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
‘নো মার্সি! কাশ্মীরে যে অস্ত্র তুলবে তাকেই হত্যা’ - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ২৪ জানয়ারী ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন

‘নো মার্সি! কাশ্মীরে যে অস্ত্র তুলবে তাকেই হত্যা’

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ ফেব্ুয়ারী, ২০১৯

খবর২৪ঘণ্টা ডেস্ক: ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, কাশ্মীরে যে অস্ত্র তুলবে তাকেই হত্যা হবে। মঙ্গলবার সকালে শ্রীনগরে এক সংবাদ সম্মেলনে রীতিমতো হুঁশিয়ারি দিল ভারতীয় সেনাবাহিনী৷ পুলওয়ামা হামলার তীব্র নিন্দা করে এদিন ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হল, ‘নো মার্সি’!

শুধু তাই নয়, সেনাদের পক্ষ থকে কাশ্মীরি মায়েদের কাছে অনুরোধ করা হল সন্তানদের মূলস্রোতে ফেরানোর জন্য এগিয়ে আসুন৷

সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট জেনারেল ধিলোঁ জানালেন, ‘উপত্যকায় হামলা বরদাস্ত নয়৷ জঙ্গিরা আত্মসমর্পণ করুক৷ অনেক কাশ্মীরি হাতে বন্দুক তুলেছেন৷ অবিলম্বে তারা আত্মসমর্পণ করুন৷ হাতে বন্দুক তুললে হত্যা করা হবে৷’

তিনি দাবি করেন, ‘হামলায় রয়েছে পাকিস্তানের মদদ৷ জইশ সদস্যরা পাকিস্তান থেকে সাহায্য প্রাপ্ত৷ তাতেরবে নিশ্চিহ্ন করা হয়েছে।’

টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়, ভারতীয় সেনার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ‘৩ শীর্ষ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে৷ ১০০ ঘণ্টার মধ্যে জইশ নেতাদের মারা হয়েছে ৷ আক্রমণকারীদের নিশ্চিহ্ন করা হবে ৷’

সংবাদ সম্মেলনে আরো জানানো হল, ‘পুলওয়ামার ঘটনা থেকে শিক্ষা৷ কনভয়ের রাস্তায় যানবাহনের অনুমতি নয়৷ কনভয় যাওয়ার আগে নজরদারি চলবে৷ সব অসামরিক যান চলাচল বন্ধ রাখা হবে ৷ স্থানীয় সরকারের সঙ্গে কথা বলবে সেনা৷’

 

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST