নেপালে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ১০৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪১ জন। নিখোঁজ রয়েছেন অনেকেই।
নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, টানা বৃষ্টিতে বন্যায় তলিয়ে গেছে অনেক সড়ক, সেতু ও ফসলের জমি। ভূমিধসে বিলীন হয়ে গেছে বহু ঘরবাড়ি। দুর্যোগের কবলে পড়েছে দেশটির ২০টি জেলা। বন্যাদুর্গতদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর বৃহস্পতিবার (২১ অক্টোবর) বন্যাকবলিত পশ্চিমাঞ্চল পরিদর্শন করেছেন এবং উদ্ধার, পুনর্বাসন ও ত্রাণ কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন।
বিএ/