1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ০৩ জানয়ারী ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন

নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ।

শনিবার (১৯ অক্টোবর) এ হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর। খবর আলজাজিরার।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়েছে, ড্রোনটি সরাসরি আঘাত হেনেছে নেতানিয়াহুর বাসভবনে। তবে, ওইসময় বাড়িটিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বা তারপরিবার কেউই ছিলেন না। এ ছাড়া এ হামলায় কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।

এর আগে একইদিন সকালে লেবানন থেকে আরও দুটি ড্রোন হামলা চালানো হয়, যেগুলো ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করে। তেল আবিবে হামলার সতর্ক সংকেত বেজে ওঠে ওই সময়।

প্রতিবেদন অনুযায়ী, হিজবুল্লাহর এ হামলার ঘটনায় নেতানিয়াহুর বাসভবন ঘিরে পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এমনকি গণমাধ্যমকেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ওই এলাকায়।

প্রসঙ্গত, গত বুধবার ইসরায়েলি হামলায় হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহতের পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। এ ঘটনায় প্রতিশোধের হুমকি দেওয়া হয় হিজবুল্লাহর পক্ষ থেকে। ধারণা করা হচ্ছে, তারই অংশ হিসেবে নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা চালানো হয়েছে।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST