খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: ব্রাজিলিয়ান তারকা নেইমারের পিএসজি থেকে দলে টানতে রিয়াল মাদ্রিদের ব্যাপক আগ্রহ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রিশ্চিয়োনা রোনালদো।
শুধু তাই নয়, পর্তুগিজ তারকার সাথে চুক্তি বাড়াতে আপাতত দৃষ্টিতে ক্লাবের অনিচ্ছুকতাও তাকে ভাবিয়ে তুলেছে।
সকার লা ডুমার খবর, রোনালদো পরিষ্কার বুঝতে পারছে, নেইমার যদি স্পেনে ফেরে তাহলে রিয়াদ মাদ্রিদের সব আলো তার কাছে থেকে কেড়ে নেবে।
এই যখন অবস্থা তখন রোনালদো রিয়ালে থাকবেন কিনা সেটা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। তবে তিনি যে বিষয়টা নিয়ে ক্ষুব্ধ তা বোঝা যাচ্ছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ