আন্তর্জাতিক ডেস্ক: নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ব্রিজ থেকে ছিটকে নদীতে পড়ার ঘটনায় কমপক্ষে ১৯ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২১ জন। রোববার রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কুয়েনগা নদীতে এই দুর্ঘটনা ঘটে বলে আল জাজিরা জানিয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: জানা যায়, বাসটি ৪৩ জন যাত্রী নিয়ে সাইবেরিয়ার পূর্বাঞ্চলীয় যাবাইকালস্কি অঞ্চলের স্টেরটেনস্ক থেকে চিতা এলাকার দিকে রওয়ানা হয়েছিল পথে যাচ্ছিলো। পথে কুয়েনঙ্গা নদীর ওপরের ব্রিজটি পার হওয়ার সময় বাসের একটি টায়ার ফেটে যায়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বরফাচ্ছন্ন নদীতে পরে যায়।
এ ঘটনায় মোট ৩০ জন হতাহত হওয়ার খবর নিশ্চিত করেছে যাবাইকালস্কি অঞ্চলের গভর্নর।
দুর্ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার তৎপরতা। উদ্ধার কর্মকাণ্ডে দুটি হেলিকপ্টাও মোতায়ের করা হয়েছে। ভয়াবহ এই সড়ক দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
মাতাল অবস্থায় গাড়ি চালানো, রাস্তার নাজুক পরিস্থিতি ও ট্রাফিক আইন অমান্য করায় রাশিয়ায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। স্থানীয় ট্রাফিক পুলিশের দেয়া হিসাব মতে, গত বছর রাশিয়ায় মোট ১৮,২১৪টি সড়ক দুর্ঘটনা হয়েছিল।
এমকে