খবর২৪ঘন্টা আর্ন্তজাতিক ডেস্কঃ
পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামির প্রধান হিসেবে নিহত মওলানা সামিউল হকের ছেলে হামিদুল হককে নিয়োগ দেয়া হয়েছে। শুক্রবার রাতে রাওয়ালপিন্ডিতে নিজ বাসভবনের কাছে অজ্ঞাত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন মওলানা সামিউল হক।
পাকিস্তানে দারুল উলুম হক্কানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন সামিউল হক। পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান গোষ্ঠীর মধ্যে তার ব্যাপক প্রভাব ও জনপ্রিয়তা ছিল। তার পরিবারের সদস্যদের পাশাপাশি পাকিস্তানের রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, আমেরিকা ও সৌদি আরবের মতো দেশগুলোর নির্দেশে মওলানা সামিউল হককে হত্যা করা হয়েছে।
পাকিস্তানের প্রসিডেন্ট আরিফ আলভি এক বার্তায় সামিউল হকের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, যে কেউ দেশের নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত করার চেষ্টা করবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পাক প্রধানমন্ত্রী ইমরান খান এ হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।
খবর২৪ঘন্টা / সিহাব