1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে চাই : লিটন - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন

নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে চাই : লিটন

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুলাই, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘বিএনপির তথাকথিত জনপ্রিয়তায় ভীত হওয়ার আমাদের কোনো কারণ নাই। কারণ জাতীয়ভাবেই তাদের কোনো জনপ্রিয়তা নেই। তাদের নেতাকর্মীরা কে কোথায় চলে গেছেন, তার কোনো ঠিক নাই। তারা ক্ষমতায় থেকে সুবিধাবাদী দল, আন্দোলনের কোনো দল নয়। সে কারণে তারা রাজশাহীতে ব্যর্থ মেয়রের পেছনে কাতারবদ্ধ হতে পারেনি। তাদের মধ্যে প্রচুর বিভাজন, তাদের কাজের মধ্য দিয়েই প্রমাণিত হয়েছে।

কোনো সমন্বয় নেই, পোস্টার-লিফলেটও ঠিকমতো লাগাতে পারেনি কর্মী সংকটের সাথে। তারা নিজেদের মধ্যে গন্ডগোল করে, বোমাবাজি করে।’সোমবার নির্বাচনী গণসংযোগের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর ২৬ ও ২৭ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন খায়রুজ্জামান লিটন।প্রশ্নের জবাবে এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, নির্বাচনে পুলিশকে ব্যবহারের যে অভিযোগ তোলা হয়েছে, তার কেনো ভিত্তি নেই। কারণ আওয়ামী লীগ জনগণের দল। জনগণকে সাথে নিয়ে রাজনীতি করে।তিনি আরো বলেন, বিএনপির জনপ্রিয়তা এখন তলানিতে। আমাদের বিজয় সুনিশ্চিত বুঝতে পেরে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর দিন থেকেই অপপ্রচার ও মিথ্যাচারে লিপ্ত হয়েছে। নিজেরা বোমবাজি করে আমাদের উপর দোষ চাপাচ্ছে।খায়রুজ্জামান লিটন আরো বলেন, নির্বাচনকে কেন্দ্র করে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনের দিন যতই কাছে আসছে, ভোটারদের মধ্যে উৎসাহ ও আনন্দ ততই বাড়ছে। নির্বাচনের শেষ দিন পর্যন্ত আমরা এমন শান্তিপূর্ণ পরিবেশ রাখতে চাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর ২৭ নং ওয়ার্ডের মঠপুকুর থেকে গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগ মনোনীত, মহাজোট সমর্থিত মেয়র প্রার্থী, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপর বালিয়াপুকুর, ছোট বটতলা ও বড় বটতলা মোড়, রাণীনগর, সাধুর মোড়, মোন্নাফের মোড়, ইসলামপুর, বেদীসিংপাড়া, উপর ভদ্রা এবং ২৬ নং ওয়ার্ডের ভদ্রা এলাকায় গণসংযোগ করেন ও লিফলেট করেন খায়রুজ্জামান লিটন। এ সময় মানুষের বাড়ি বাড়ি ও বিভিন্ন দোকানে গিয়ে রাজশাহীর উন্নয়নের স্বার্থে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট চান। খায়রুজ্জামান লিটনের গণসংযোগের সময় সবখানে জনস্রোত নামে।

নারী-পুরুষ নির্বিশেষে সব শ্রেণীপেশার মানুষ গণসংযোগের প্রচার মিছিলে ঝাপিয়ে পড়ে।এরপর নগরীর ভদ্রা মোড়ে নির্বাচনী পথসভায় খায়রুজ্জামান লিটন বলেন, উন্নত রাজশাহী গড়তে চাই। গত ৫ বছর যেভাবে রাজশাহী পিছিয়ে গেল, এভাবে পিছিয়ে যেতে চাই না। রাজশাহীর উন্নয়নে স্বাধীনতা, শহীদদের, উন্নয়ন ও অর্জনের প্রতীক নৌকা মার্কায় ভোট দিন। নৌকা মার্কায় ভোট দেন, রাজশাহীর উন্নয়ন বুঝে নিবেন।

খবর২৪ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team