খবর ২৪ঘণ্টা ডেস্ক: কোটি কোটি টাকা ছড়িয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবান্বিত করার অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মতিঝিলের সিটি সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই ব্যবসায়ীর নাম আলী হায়দার। তিনি মতিঝিলের একটি আমদানি রফতানিকারী ও ঠিকাদারী প্রতিষ্ঠানের এমডি। গ্রেফতারের সময় নগদ প্রায় ৮ কোটি টাকা ও ১০ কোটি টাকার চেক জব্দ করা হয়। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি।’
এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
খবর ২৪ঘণ্টা/ নই