খবর২৪ঘণ্টা ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। এ উপলক্ষে জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেনসহ অন্যরা রাজধানীর হোটেল পূর্বানীতে উপস্থিত হয়েছেন। এতে স্বাগত বক্তব্য দিবেন প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেন।
সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর দিলকুশায় হোটেল পূর্বানীতে জাতীয় ঐক্যফ্রন্ট তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণার কথা আগেই জানিয়েছিল।
জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, গণফোরাম নেতা রেজা কিবরিয়া, জগলুল হায়দার আফ্রিক, জেএসডির শহিদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ উপস্থিত আছেন।
এ ছাড়াও উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের
সাবেক উপচার্য এমাজ উদ্দিন আহম্মেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সুকোমল বড়ুয়া, সাংবাদিক মাহফুজ উল্লাহ, বিএনপির ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ডা. এজেড এম জাহিদ হোসেন, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
খবর২৪ঘণ্টা, জেএন