পাবনা ব্যুরো: পাবনার চাটমোহরে গৃহবধূ কল্পনা রানী পাল (৩৮) কে গলা কেটে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। যৌতুকের কারণে স্ত্রীকে নিজের হাতে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে তার স্বামী। ঘটনায় জড়িত নিহত গৃহবধূর স্বামী নিরঞ্জন পাল ওরফে নিরু (৪৫) কে আটক করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের বিষয়টি স্বীকারও করেছেন তিনি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
স্থানীয়রা জানান, প্রায় ২৬ বছর আগে একই উপজেলার গুনাইগাছা গ্রামের মনোরঞ্জন পালের মেয়ে কল্পনা রানীর সাথে হরিপুর গ্রামের নিরঞ্জন ওরফে নিরু’র বিয়ে হয়। নিরঞ্জন একজন চা বিক্রেতা। দুই ছেলে দিনাজপুরের বসবাস করায় তারা স্বামী-স্ত্রী বাড়িতে বসবাস করতেন। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রী কল্পনা রানীকে বেধড়ক মারধর করতেন নিরঞ্জন। বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য মাঝে মধ্যেই চাপ দিতেন। রোববার (১৯ জুলাই) এই বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়।
পুলিশের একটি সুত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিরঞ্জন পুলিশকে জানিয়েছে, রাগের বশবর্তি হয়ে স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে রাত সাড়ে আটটার দিকে গোপনে বাড়িতে যান নিরঞ্জন। এ সময় প্রবল বৃষ্টি হচ্ছিল। শোবার ঘরে ঢুকেই স্ত্রী কল্পনা রানীকে মারধর করতে থাকেন। এক পর্যায়ে বিছানায় ফেলে মুখ চেপে ধরে ধারালো ছুরি দিয়ে জবাই করে হত্যা করে পুনরায় নিজের চা দোকানে গিয়ে দোকানদারি করতে থাকেন তিনি। পরে রাত পৌনে ১১টার দিকে বাড়ি ফিরে স্থানীয়দের ডেকে অজ্ঞাত দুর্বৃত্তরা কল্পনা রানীকে হত্যা করেছে বলে জানায় নিরঞ্জন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন, থানার ওসি আমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন। তবে এ সময় উপস্থিত নিরঞ্জনের হাতে কাটা দাগ দেখে সন্দেহ হয় পুলিশের। জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে অকপটে স্ত্রী হত্যার কথা স্বীকার করেন নিরঞ্জন। এদিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, নিরঞ্জন পাল খুব বদমেজাজী টাইপের লোক। তার হাতে কাটা চিহ্ন দেখে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সে অকপটে স্ত্রী হত্যার কথা স্বীকার করেছে। এ ঘটনায় থানায় ওই গৃহবধুর বাবা মনোরঞ্জন পাল বাদী হয়ে নিরঞ্জন ওরফে নিরুকে আসামী করে মামলা দায়ের করেছেন। মামলা নাম্বার ১২। সোমবার (২০ জুলাই) মামলায় নিরঞ্জনকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
খবর২৪ঘন্টা/নই