নাটোর প্রতিনিধি: নার্সকে ধর্ষণ করে ভিডিও চিত্র ধারনের অভিযোগে গ্রেফতার হওয়া নাটোরের আল সান হাসপাতালের মালিক শফিউল আলম বাবলুকে ২দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।মামলার তদন্তকারি কর্মকর্তা মিঠুন কুমার সরকার আসামি বাবলুকে জিজ্ঞাসাবাদের জন্য ৭দিনের রিমান্ডের আবেদন জানালে শুনানী শেষে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বাবলুর বিরুদ্ধে নিজ হাসপাতালের নার্সকে ধর্ষন করে ভিডিও চিত্র ধারণ এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করার অভিযোগ আসে।এ ঘটনায় গত ৭ এপ্রিল রাতে তাকে আটক করে পুলিশ।পরে মামলা হলে রিমান্ডের আবেদন জানায় পুলিশ।
খবর২৪ঘণ্টা.কম/রখ