চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন মামলায় এক ব্যাংক কর্মকর্তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ধৃত আসামী, গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার প্রসাদপুর মাদ্রাসাপাড়ার মো. আবদুল কাইউম এর ছেলে আবদুল আওয়াল। তিনি সোনামসজিদ স্থলবন্দর সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানাগেছে, ২০১০ সালের ৯ জুলাই চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বাসুনিয়াপট্টি মহল্লার সাদিকুল ইসলামের মেয়ে নাহিদা পারভিন এর সাথে গোমস্তাপুর উপজেলার প্রসাদপুর মাদ্রাসাপাড়ার আবদুল কাইউম এর ছেলে ব্যাংক কর্মকর্তা আবদুল আওয়াল এর বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামীসহ তার পরিবার যৌতুকের টাকা দাবী করে আসছিল এবং নাহিদাকে প্রায় সময় মারধর ও নির্যাতন করতো।
একপর্যায়ে আবদুল আওয়াল বিয়ের পণ স্বরূপ ৫ লক্ষ টাকা মেয়ের পিতার বাড়ী থেকে আনার জন্য তার স্ত্রীকে চাপ প্রয়োগ করতে থাকে। যৌতুকের টাকা দিতে মেয়ের পরিবার অপরাগতা প্রকাশ করলে আবদুল আওয়াল তার স্ত্রীকে বেদম মারধর করলে তিনি গুরুতর আহত হন।
এ ঘটনায় নির্যাতিতা নাহিদা পারভিন নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০/সং-৩৩ এর ১১(গ) ধারায় আবদুল আওয়াল, তার মাতা সালেহা বেগম ও মেয়ে কুলসুমকে আসামী করে গত ১৫ জুলাই চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করে। প্রেক্ষিতে পুলিশ আবদুল আওয়ালকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন