1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নারায়ণগঞ্জ কুমিল্লা রংপুরের মতো ভোট হবে খুলনায়ঃ কাদের - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৪ জানয়ারী ২০২৫, ০১:৫ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ কুমিল্লা রংপুরের মতো ভোট হবে খুলনায়ঃ কাদের

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ মে, ২০১৮

খবর২৪ঘণ্টা.কম, ডেস্কখুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ভোট নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর সিটির মতো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার ধানমন্ডিতে দলটির সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এর আগে জাতীয় মহিলা পরিষদের এক প্রতিনিধি দলের সঙ্গে তিনি মতবিনিময় সভা করেন।

রেজাল্ট পর্যন্ত দলটি নালিশের ভাঙা রেকর্ড বাজাবে

‘খুলনায় নেতাকর্মীদের গণগ্রেফতার করা হচ্ছে’ বিএনপির এই অভিযোগ প্রসঙ্গে কাদের বলেন, ‘এটা তাদের অভ্যাস’। বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘খুলনার নির্বাচন নিয়ে আমরা আশাবাদী। আমরা জিতেছি ঢাকা উত্তর, দক্ষিণ, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে। কুমিল্লায় হেরেছি, মেনে নিয়েছি। রংপুরে হেরেছি মেনে নিয়েছি। কিন্তু বিএনপি গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে না বলে তারা সবসময় জোয়ারে থাকতে চায়। ভাটা তারা মেনে নিতে চায় না। রেজাল্ট পর্যন্ত দলটি অভিযোগ দিয়েই যাবে, নালিশের ভাঙা রেকর্ড বাজাবে। এটা তাদের স্বভাবের দোষ। এমনও হয়েছে যে জিতে গেছে, তার দুই মিনিট আগেও তারা বলেছে, সরকারি দল ভোট কারচুপি করেছে। ’

জোয়ার-ভাটার গণতন্ত্র বিশ্বাস করে না বিএনপি

বিগত তিনটি সিটি নির্বাচনে কোনো খারাপ পর্যবেক্ষণ এসেছে- প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, কুমিল্লায় জিতেও তারা বলেছিল, নির্বাচন সুষ্ঠু হলে তারা আরও বেশি ভোট পেত। আমরা ক্ষমতায়, আমরা হেরেছি। তারপরও তারা সুষ্ঠু ভোটের কথা বলে, তার মানে আমাদের ভোটগুলো তাদের দিয়ে দিলে খুশি হতো। বিএনপি কখনো হারতে চায় না। গণতান্ত্রিক রাজনীতিতে নির্বাচনে জয়-পরাজয়ের জোয়ার-ভাটা। কখনো জোয়ার আসবে, কখনো ভাটা আসবে। সবসময় তারা জোয়ার চায়। তারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে না। গণতান্ত্রিক রাজনীতিতে ভোটে জোয়ার-ভাটা থাকবেই।

তিনি বলেন, আমরা কুমিল্লায় হেরেছি, মনে করেছি সেখানে আমাদের ভাটা। রংপুরে হেরেছি, মেনে নিয়েছি। সেখানে জোয়ার জাতীয় পার্টির। জোয়ার-ভাটার গণতন্ত্র তারা (বিএনপি) বিশ্বাস করে না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, নির্বাহী সদস্য রিয়াজুল কবির কাওসার প্রমুখ।

আর জাতীয় মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম ও সাধারণ সম্পাদক মালেকা বানুর নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভাটি হয়।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST