খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নামিবিয়াকে কঠিন লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছে বাংলাদেশের যুবারা। নিউজিল্যান্ডের লিংকনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯০ রান তুলেছে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১০৩ রানে শেষ হয়েছে নামিবিয়ার ইনিংস। ৮৭ রানের জয় দিয়ে যুব বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল।
টসে হেরে ব্যাট করেছে বাংলাদেশ। পিনাক ঘোষ আর মোহাম্মদ নাঈমের ওপেনিং জুটি শুরুটা ভালোই করে। ৩৩ রান উঠতেই পিনাক ফিরে যান। তাঁর সংগ্রহ ছিল ২৬। মাত্র ১৭ বল খেলেন তিনি। নাঈম করেন ৬০। ৪৩ বলে ৮টি চার ও একটি ছক্কায় তিনি তাঁর ইনিংসটি সাজান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করেন অধিনায়ক সাইফ হাসান। মাত্র ৪৮ বলে ৩টি চার ও ৫টি ছয় ছিল সাইফের ইনিংসটিতে।
নামিবিয়া ব্যাটিংয়ে নেমে দলীয় ৮ রানে প্রথম উইকেট হারায়। হাসান মাহমুদের বলে কাজী অনীকের ক্যাচ হন লরেন্স। ৮ রানেই দ্বিতীয় উইকেট হারায় তারা—অনীকের বলে ফুচে ফেরেন নাঈম হাসানের ক্যাচে। ওপেনার লিন্ডেকে রানআউট করেন নাঈম হাসান। ফনমলেনডর্ফের উইকেটটিও তুলে নিয়েছেন কাজী অনীক।
খবর২৪ঘণ্টা.কম/রখ