বিনোদন,ডেস্ক: এক দশক আগের যৌন হেনস্তার ঘটনায় গত বছর নানা পাটেকরের বিরুদ্ধে ওশিওয়াড়া পুলিশ স্টেশনে এফআইআর করেন তনুশ্রী দত্ত। সম্প্রতি শোনা যায়, ওই ঘটনায় নানাকে পুলিশ ক্লিন চিট দিয়েছে।
সেই খবরকে মিথ্যা গুজব বলে উড়িয়ে দিলেন তনুশ্রীর আইনজীবী নীতিন সতপুতে।
এক বিবৃতিতে তিনি বলেন, “এই ধরনের মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়াসহ অন্যান্য মাধ্যমে। বলা হচ্ছে, ওশিওয়াড়া পুলিশ স্টেশন নাকি নানা পাটেকরকে ক্লিন চিট দিয়েছে। এটা মুখে মুখে দেওয়া যায় না। ম্যাজিস্ট্রেটের লিখিত সম্মতি ছাড়া তা কোনো অভিযুক্তকে দেওয়া যায় না।”
নীতিন আরও বলেন, “নানা কেন, এই অভিযোগে অভিযুক্ত কোনো ব্যক্তিই ক্লিন চিট পাননি। ইন্ডাস্ট্রিতে তারা কোনো কাজ পাচ্ছেন না বলেই এই সব কথা রটানো হচ্ছে।”
এখনো পর্যন্ত ১৫ জন সাক্ষীর বয়ান পুলিশ রেকর্ড করেছে। তবে প্রত্যক্ষদর্শীরা এখনো বয়ান দেননি। নীতিনের বক্তব্য, অভিযুক্তরা যেহেতু খুবই প্রভাবশালী, তাই কোনো সাক্ষীই সাহস করে সামনে আসতে পারছেন না।
২০১৮ সালের সেপ্টেম্বর মাসে বলিউডে হইচই তোলেন তনুশ্রী। প্রায় দশ বছর আগের ঘটনা টেনে এনে কাঠগড়ায় দাঁড় করান অভিনেতা নানা পাটেকরকে। জানান, ‘হর্ন ওকে প্লিজ’ ছবির সেটে তাকে হেনস্তা করেছিলেন নানা।
তনুশ্রীর বক্তব্য, ঘটনা সবাই জানলেও কেউ এ নিয়ে মুখ খোলেননি।
খবর২৪ঘণ্টা, জেএন