১৯৮৫সালে নির্মাণ করা হয় বক্তারপুর মোড়ের এই ব্রীজটি। বন্যার পানি বৃদ্ধির কারণে আজ শুক্রবার দুপুরে হঠাৎ করে পানির স্রোতে ভেঙ্গে পড়ে ব্রীজটি। এতে করে বক্তারপুর, গোবিন্দনগর, বারইহাটি, ডাকমন্ডব, বামনহাট সহ অন্তত ৩০টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ব্রীজ ভেঙ্গে দ্রুত পানি নামার কারনে আশপাশের গ্রামগুলো প্লাবিত হওয়ার আশংকা করছেন এলাকাবাসীরা। এদিকে খবরপাওয়ার পর সিংড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মহাতো, শেরকোল ইউনিয়নের চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল সহ অন্যান্যেরা ভেঙ্গে যাওয়া ব্রীজটি পরিদর্শন করেছেন।
খবর২৪ঘণ্টা, জেএন