নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুহয়েছে।এলাকাবাসী জানায়,সিংড়া পৌরসভার হাতিগাড়া এলাকার রিকশা চালক মিঠুন আলীর ৩বছরে শিশু কন্যা মিম ও প্রতিবেশী দিনমজুর শামিম হোসেনের একই বয়সের পূত্র কাউছার আজ মঙ্গলবার সকালে খেলতে খেলতে বাড়ির পেছনের ডোবায় পড়ে যায়। অনেকক্ষন তাদের না পেয়ে স্বজনরাখোঁজাখুজি করতে থাকে।এক পর্যায়ে ডোবার ধারে স্যান্ডেল পড়ে থাকতে দেখে এলাকাবাসীডোবায় তল্লাসী চালিয়ে কচুরিপানায় আটকে থাকা ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায়তাদের পরিবারে চলছে শোকের মাতম।সিংড়া থানার ওসি নুর-আলম সিদ্দিকী জানান, সকালে কাউছার এবং মিম বাড়িতে খেলা ধুলা করছিল। এসময় সবার অগোচরে বাড়ির পাশের ডোবায় তারা পড়ে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুজি করতে থাকে। পরে শিশু দুটির স্যান্ডেল দেখে পরিবারের লোকজন ডোবায় খুঁজতে থাকে। এসময় তাদের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জেএন