1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নাটোরের সিংড়ায় ওয়াজ মাহফিলে বক্তার হাদিয়া ১লাখ ৮০হাজার টাকা - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন

নাটোরের সিংড়ায় ওয়াজ মাহফিলে বক্তার হাদিয়া ১লাখ ৮০হাজার টাকা

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৮
khobor24ghonta.com

নাটোরর প্রতিনিধিঃ হেলিকপ্তার করে উড়ে এলেন ইসলামী জালসায় নাটোরের সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের শালমারা গ্রামে ঢাকা পীরে কেবলা এনায়েতুল্লাাহ আব্বাসী জৈনপুরী সাহেব। জৈনপুরী হুজুরের হাদিয়া স্বরুপ ১ লক্ষ ৮০ হাজার টাকা নিয়ে তিনি ওয়াজ মাহফিলে প্রধান বক্তার বক্তব্য দেন।

২৫ ফ্রেবুয়ারী রবিবার বিকেল ৪.১০ মিনিট নাটোরের সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের শালমারা গ্রামে আগমন করেন পীরে কেবলা এনায়েতুল্লাহ আব্বাসী জৈনপুরী সাহেব। হেলিকপ্তার মাথার উপর চক্কর দিতেই হাজারো মানুষ উৎফুল্ল। হুজুর নেমে সবাইকে সালাম জানিয়ে দাঁড়িয়ে গেলেন। অভ্যর্থনা জানাতে ছুটে এলেন আয়োজক কমিটির শালমারা দাখিল মাদ্রাসার সুপার শহিদুল, সভাপতি মোসলেম, স্থানীয় জনপ্রতিনিধি মকলেস সহ জালসা শুনতে আশা মুসল্লিরা। এরপর হুজুরকে নামিয়ে দিয়ে চলে গেলো হেলিকপ্তার।

সিংড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম রাজু আহমেদ জানান, এতদিন শুনেছি, দেখেছি এমপি,মন্ত্রীরা কিংবা রাজনৈতিক নেতারা হেলিকপ্তার করে বিভিন্ন এলাকায় গমন করেন। এখন নতুন সংযোজন মাহফিলে গমন করছেন পীর,বড় বড় মাওলানারা।


khobor24ghonta.com

তারই ধারাবাহিকতা গ্রামবাংলা মানুষের কাছে একেবারে নতুনত্ব। তাইতো হাজার হাজার মানুষের ঢল নেমেছিল হুজুরকে একনজর দেখার জন্য।

স্থানীয় সুত্রে জানা গেছে, রাতে জালসায় প্রধান বক্তার বক্তব্যদেন পীরে কেবলা এনায়েতুল্লাহ আব্বাসী জৈনপুরী সাহেব । সোমবার সকাল ৭ টার দিকে পুনরায় হেলিকপ্তার করে তিনি চলে যাবেন।

জালসা কমিটি জানিয়েছে, হুজুরকে সব মিলে ১ লক্ষ ৮০ হাজার টাকা পরিশোধ করতে হয়েছে।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST