বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ধানাইদহ বাজারে শিশু শ্রেনীর ছাএী হুমাইরা (৬)নামে লাশ নিয়ে রাম্তা অবরোধ করেছেন এলাকার জনসাধারন।তারা অভিযোগ করেন এর আগে রাস্তা দুপাশে স্পিড বেকার করে দেওয়ার কথা ছিল কিন্তুু তা আজও কার্যকর হয়নি।
পরে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পানভেজ বলেন আজ বিকালের মধ্যে ইস্পিড বেকার করে দেওয়া হবে।এসময় আরো উপস্তিত ছিলেন ভাইস চেয়ারম্যান আঃহাকিম।
উল্লেখ্য যে গত ১২/০২/১৮ তারিখে স্কুল ছুটি শেষে রাস্তা পার হওয়ার সময় ইশ্বরদী এক্সপ্রেস তাকে ধাক্কা দেন।পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করা হয়।তারপর ঢাকাতে চিকিংসায় অবস্তায় গতকাল মারা যায়।
খবর২৪ঘণ্টা.কম/নজ