নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার বাহিমালী গ্রামে রাস্তা পাকাকরন কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে এলজিইডির অর্থায়নে ১কিলো রাস্তায় ৫২ লক্ষ টাকা বরাদ্দের ওই কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য আব্দুল কুদ্দুস ।
পরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। এসময় অনুষ্ঠানে বনপাড়া পৌর মেয়র জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান, প্রকৌশলী আহসান হাবিব উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানের আওয়ামীলীগের নেতাকর্মী সহ স্থানীয় ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ