বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের বনপাড়াতে বিশ্ব হিজাব দিবস পালন করেন।পতিপাদ্য বিষয় ছিল সকলে সালীনপোষাক পরি আল্লাহর হুকুম মেনে চলি। বনপাড়া পৌরসভা গেট হইতে হিজাব দিবসের র্যালী বের করে বাজারে প্রদক্ষন করে।বক্তরা হিজাব বিষয়ে আলোচনা করেন।প্রধান বক্তা অধ্যক্ষ মোঃমোয়াজেন হোসেন সহ অনেকে বক্তব্য দেন। সভাপতি হিসাবে উপস্তিত ছিলেন আলহাজ হাবিবুর পাঠান।আয়োজনে ইন্জিয়ার আলহাজ মোঃ আমিন উল্লাহ।
খবর২৪ঘণ্টা.কম/রখ