1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নাটোরের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন

নাটোরের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২০

নাটোর প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় করোনায় কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন নাটোর-১ আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল। আজ শনিবার বিকেলে উপজেলার বাগাতিপাড়া ও জামনগর ইউনিয়নের  পাঁচ শতাধিক পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় প্রথম পর্যায়ে ৫ হাজার ব্যাগ খাদ্য সামগ্রী বিতরনের প্রস্তুতি নিয়েছেন বলে জানা যায়।
করোনা ভাইরাস মোকাবেলায় নিম্ন আয়ের মানুষদের রোজগার বন্ধ হয়ে যাওয়ায় বাড়িতে বসে খাবার মত সামর্থ নেই এমন পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এসব সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ এবং হাত ধোয়া সাবান।
খাদ্য সামগ্রী বিতরনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিক হাসান বিদ্যুত, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মোল্লা প্রমূখ।

এসময় সাংসদ শহিদুল ইসলাম বকুল বলেন, আপনারা সকলে ঘরে থাকুন আমি বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌছে দেবো। এছাড়া যাদের বাড়িতে খাদ্য নেই তারা আমার সাথে মুঠো ফোনে যোগাযোগ করুন তাদের বাড়িতেও খাদ্য পৌছে যাবে। তিনি সকলকে অনুরোধ করে বলেন, প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাহিরে আসবেন না। সরকারি নির্দেশনা মেনে চলুন এবং কেউ অসুস্থবোধ করলে দ্রুত হাসপাতাল সহ আমাকে অবগত করুন। করোনায় কেউ আতংকিত হবেন না নিয়ম মেনে চললে আমরা সকলেই মরন ব্যাধী করোনা ভাইরাস থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team