নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে নিখোঁজের ১৪ ঘন্টাপর পুকুর থেকে আল আমিন (৯) নামের ৩য় শ্রেনীর এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।
পরিবারিক সূত্রে জানা যায়, গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের তেলটুপি পূর্বপাড়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে আল আমিন বৃহস্পতিবার বেলা ১২টায় স্কুল থেকে এসে মাঠে কর্মরত বাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বেড়িয়ে যায়। তখন থেকেই তার কোনো খোঁজ পাচ্ছিল না পরিবার।
পরে নিখোঁজ হওয়ার ১৪ ঘন্টা পর রাত দুইটার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করে ওই পুকুরে মাছ ধরতে আসা জেলেরা। সে মকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণির ছাত্র।
স্থানীয়দের ধারণা, শিশুটি পা ধোয়ার জন্য ওই পুকুরের ধারে নামে। পরে অসাবধানতা বসত পুকুরে পড়ে গিয়ে মৃত্যুবরণ করে।
খবর২৪ঘণ্টা, এমকে