নিজস্ব প্রতিবেদক : নাটোরে ৪৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ীরা হলো পাবনা জেলার ঈশ্বরদী থানার জগ্ননাথপুর গ্রামের আলমের ছেলে ময়দান বিশ্বাস মুন্না (২০) ও জগ্ননাথপুর ভাড়াইমারী গ্রামের
আজিবর মালিথার ছেলে আরিফ মালিথা (২৩)। র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল নাটোর জেলার সদর থানাধীন মাদ্রাসার মোড় এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আরিফ মালিথা @ ভোলা ও ময়দান বিশ্বাস @ মুন্নাকে ৪৪ কেজি গাঁজা ও ১টি ট্রাক সহ আটক করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নাটোর জেলার সদর থানায় মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এমকে