নাটোর প্রতিনিধি: নাটোরের কয়েকটি জঙ্গী আস্তানা সহ দেশের বিভিন্ন স্থান থেকে আটক ২ নারী সহ ৭ জেএমবি সদস্যকে নাটোরের আদালতে হাজির করা হয়। মঙ্গলবার দুপুরে
কড়া নিরাপত্তায় জেএমবি সদস্য সুমাইয়া ওরফে মাহমুদা,টুলটুলি
বেগম,জাহিদুল,আমজাদ,জহিরুল,ফজলুর রহমান ও ফজলুকে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে মামুনুর রশিদের আদালতে হাজির করা হয়।এসময় পুলিশ রিপোর্টের প্রেক্ষিতে বিচারক জামিনে থাকা জাহিদুল,আমজাদ ও জহিরুলের জামিন বাতিল সহ পরবর্তী দিন ধার্য্য করে প্রত্যেককে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বলে জানান কোর্ট জিআরও এএসআই মোস্তাফিজুর রহমান।
খবর২৪ঘণ্টা, এমকে