নাটোর প্রতিনিধিঃ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর আয়োজনে প্রযুক্তি মেলা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী নাটোরের দয়ারামপুরে বাউয়েটের নিজস্ব ক্যাম্পাসে প্রযুক্তি মেলা ও প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে দেশের ১৭টি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৫১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগীতার মধ্যে প্রজেক্ট শো (হার্ডওয়্যার, সফটওয়্যার), আইডিয়া কনটেস্ট, অটোক্যাড, গেইমিংসহ বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেন প্রতিযোগীরা।।
প্রযুক্তি মেলা ও প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের শিক্ষালব্ধ প্রযুক্তিগত জ্ঞান ও বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন করেন। পরে মেলার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাউয়েট উপাচার্য বিগ্রেডিয়ার জেনারেল এএইচএম শহীদুল্লাহ, বাউয়েট টেক কেয়ারের আহবায়ক ড. মির্জা আ.ফ.ম রশিদুল হাসান, ডিন প্রফেসর ড. রুবায়েত ইয়াসমিনসহ বিভিন্ন বিশ্ববিধ্যালয়ের শিক্ষক, শিল্প উদ্যোক্তা, সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ