1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নাটোরে ১২ যুব সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৩ জানয়ারী ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন

নাটোরে ১২ যুব সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ৬ আগস্ট, ২০১৮

নাটোর প্রতিনিধ: নাটোরে জেলার ১২ টি বেসরকারী স্বেচ্ছাসেবী যুব সংগঠনের মাঝে যুব কল্যাণ পরিষদের দুই লাখ ৪৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর সদর-নলডাঙ্গা আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য শিমুল বলেন, যুব সম্প্রদায়ই দেশের সর্বাধিক জনগোষ্ঠি। এই জনগোষ্ঠির কার্যকর ভূমিকা নিশ্চিত করতে পারলে দেশের উন্নয়নের গতি হবে তরান্বিত। সেই লক্ষ্যকে সামনে রেখে সরকার যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে যুবকদের জন্যে প্রশিক্ষণ, বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে ঋণ বিতরণসহ যুব সংগঠনের কার্যক্রমকে আরো বেগবান করতে এককালীন অনুদান দিয়ে যাচ্ছে। ভিশন-২০৪১ বাস্তবায়নে যুবরাই মূল নিয়ামক শক্তি হবে। এজন্যে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা প্রয়োজন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্তুজা আলী বাবলু, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক নওশাদ আলী, সাথী সংগঠনের শিবলী সাদিক ও রজনীগন্ধা সংগঠনের ফিরোজা সুলতানা। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুজ্জামান সভা প্রধানের দায়িত্ব পালন করেন।

খবর২৪ঘণ্টা.কম/জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST