1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নাটোরে হত্যাচেষ্টা মামলায় ৫ জনের কারাদন্ড দিয়েছে আদালত - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১১ মে ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন

নাটোরে হত্যাচেষ্টা মামলায় ৫ জনের কারাদন্ড দিয়েছে আদালত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮

নাটোর প্রতিনিধি: আজ মঙ্গলবার দুপুরে দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়ালের বিচারক ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ এ রায় দেন। তবে রায়ের সময় আসামিরা কেউ উপস্থিত ছিলেন না। সাজাপ্রাপ্তরা হলেন- শহরের মীরপাড়া হাফরাস্তা এলাকার রহিমের ছেলে সোহেল, সাইফুল ইসলাম বাবুর ছেলে ডলার, মো. চাঁদের ছেলে টিটু ও তারেক এবং আব্দুর রহিমের ছেলে মাসুদ। এদের মধ্যে তারেককে এক বছর সাত মাস সশ্রম কারাদন্ড এবং বাঁকি ৪জনকে পাঁচ বছর সাত মাস করে সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা করে জরিমানাসহ অনাদায়ে আরও তিন মাস করে কারাদন্ড দেয়া হয়। অভিযুক্তরা সবাই বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতা কর্মী। ।

নাটোর জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোঃ রফিকুল ইসলাম দুদু জানান, ২০০৬ সালের ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে তৎকালীন জেলা যুবলীগ সাধারণ শফিকুল ইসলাম শিমুল একটি মামলায় জামিন নিয়ে নাটোর আদালত চত্বর থেকে বাড়ি ফিরছিলেন। পথে ভবানীগঞ্জ মোড় এলাকায় পৌঁছালে ডলার, টিটু, তারেক, মাসুদ, সোহেলসহ ১০/১২ জন তার ওপর অর্তকিত হামলা চালান। এ সময় তারা হত্যার উদ্দেশে শিমুলকে লক্ষ্য করে গুলি বর্ষণ করেন। এতে তিনি অল্পের জন্য বেঁচে যান। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যান।   শিমুলকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা সেন্ট্রাল হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় শিমুলের বাবা হাসান আলী সরদার বাদি হয়ে ১১ জনকে আসামি করে ঘটনার দু’দিন পর ৩ মার্চ নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) ফজলার রহমান তদন্ত শেষে এই পাঁচ জনকে অভিযুক্ত করে ২০০৬ সালের ১২ আগস্ট আদালতে চার্জশিট দেন। ওই মামলাটির দীর্ঘ শুনানি ও ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আজ মঙ্গলবার এ রায় দেন।

মামলায় বাদি পক্ষে আইনজীবী ছিলেন তিনিসহ অ্যাডভোকেট আঞ্জুয়ারা রত্না। আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর ও অ্যাডভোকেট আবুল হোসেন ।

খবর ২৪ঘণ্টানই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team