1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নাটোরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:১৮ পূর্বাহ্ন

নাটোরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : রবিবার, ১ মারচ, ২০২০

নাটোর প্রতিনিধি: নাটোরে সাবেক স্বামী ও তার সন্ত্রাসী বাহিনীর হাতে নির্যাতনের শিকার গৃহবধূ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে এসে আবারো হত্যাসহ নানা হুমকিতে তার ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন গৃহবধূ এমেলি বেগম। রবিবার দুপুরে নাটোর ইউনাইটেড প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমেলি অভিযোগ করেন, গত ১৬ ফেব্রæয়ারী কর্মস্থল প্রাণ কোম্পানি থেকে বাড়ি ফেরার পথে নলডাঙ্গা স্টেশনে তাকে মারপিট করে আহত করে তার সাবেক স্বামী জালাল ও তার সহযোগিরা। এ সময় তাকে পিটিয়ে হাত ভেঙ্গে দেয় ও মাথা ফাটিয়ে দিয়ে আহত করে সন্ত্রাসীরা। এ ঘটনায় থানায় অভিযোগ করলে পুলিশ জালালকে আটক করে । সে হাসপাতালে ১৩দিন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়। এদিকে গত রবিবার জালাল জামিনে বাড়ি ফিরে এসে সাবেক স্ত্রী ও তার পরিবারের সদস্যদের হত্যাসহ নানা ধরণের হুমকি দিয়ে আসছে। এখন তারা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে। এজন্য তারা আইনের আশ্রয় নিতে আবারো থানায় সাধারণ ডায়েরী করেছেন। এছাড়া জীবনের নিরাপত্তা পেতে প্রধানমন্ত্রীসহ আইনশৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় এমেলির বাবা আনছার আলী , মা রেহেনা বেগমসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, তাকে ঘটনার পরই আটক করে জেলহাজতে পাঠানো হয়েছিল। জামিন পেয়ে হুমকির বিষয়টি এখনো জানিনা অভিযোগ পাওয়া মাত্রই তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST