নাটোর প্রতিনিধি.
নিহত কাবিলকে গোপনাঙ্গ কেটে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গুরুদাসপুর থানার ওসি সেলিম রেজা জানান, পাবনা জেলার চাটমোহর উপজেলা চরপাড়া গ্রামের মোকসেদ আলী মেয়ে রুমির( ২২)সঙ্গে নওশের আলী ছেলে মোঃ কাবিল হোসেনের(২৫)প্রেম করে আদালতের মাধ্যমে তাদের বিয়ে হয় গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নে মাঝপাড়া গ্রামে রুমি খাতুনের। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। সম্প্রতি এ কারণে
রুমি স্বামী কাবিল হোসেনকে ছেড়ে বাবার বাড়ি চলে যান। তিনি বলেন,শুক্রবার কাবিল তার শ্বশুর বাড়িতে রুমিকে আনতে যান।পরে রাতে স্ত্রী রুমির সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে রুবি বটি দিয়ে কাবিলের অন্ডকোষসহ গোপনাঙ্গ কেটে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ কাবিলের লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। , এ ঘটনায় রুমিকে সকালে পুলিশ আটক করেছে ।
খবর ২৪ ঘণ্টা/আর