নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে স্ত্রী হত্যার স্বামী মিনারুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো কারাদন্ডাদেশ প্রদান করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এই রায় প্রদান করেন।
নাটোর জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম জানান, অভিযুক্ত মিনারুল ইসলাম ২০১৭ সালের ২৪ জানুয়ারী লালপুর উপজেলার দক্ষিণ লালপুর এলাকায় তার শশুড় বাড়িতে আসে। পারিবারিক কোলহের জেরে মিনারুল ইসলাম তার ৮ মাসের অন্তসত্তা স্ত্রী সুমি খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। এই ঘটনায় নিহত সুমির বড়ভাই সুমন হোসেন বাদি হয়ে মিনারুল ইসলামের বিরুদ্ধে লালপুর থানায় মামলা করেন। পুলিশ এই ঘটনায় মিনারুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। আদালত স্বাক্ষ্য প্রমাণ শেষে এই রায় প্রদান করেন।
অভিযুক্ত মিনারুল ইসলাম রাজশাহী জেলার বাঘা উপজেলার বামনডাঙ্গা গ্রামের আজেদ সরকারের ছেলে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন