নাটোর প্রতিনিধি: নাটোরে সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী ও শ্রমজীবি শিশুদের মাঝে শুকনা খাবার ও শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা প্রশাসক শাহিনা খাতুন। সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি গরীব মানুষে মাঝে শুকনা খাবার এবং শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় অতিরিক্তি জেলা প্রশসাক (সার্বিক) ড. চিত্তলেখা নাজনীন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বানু, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মোহাম্মাদ আলাউদ্দিন, ম্যাজিষ্ট্রেট রুলি বিশ্বাস উপস্থিত ছিলেন।
জেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা জানান, সমাজের সুবিধাবঞ্চিত শিশু, শ্রমজীবি শিশু, প্রতিবন্ধী শিশু, মুখ ও বধির এবং শিশু কল্যাণ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ অন্তত ৫শতাধিক শিশুকে শুকনা খাবার ও কম্বল তুলে দেয়া হয়।
এছাড়া বিসিএস উইমেন নেটওর্য়াক এর সহযোগিতায় প্রতিবন্ধী শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক। এ সময় জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ