নাটোর প্রতিনিধি: নাটোরে সিংড়া উপজেলার ৬নং হাতিন্দহ ইউনিয়ানের ২০১৮ -২০১৯ অর্থ বছরের বাজেটে আয় ৬৬লাখ ২৭হাজার টাকা ও ব্যায় ৬২লাখ ৩১হাজার টাকা এবং ৩৯লাখ ৬হাজার অবশিষ্ট টাকার ঘোষনা করেন হাতিন্দহ ইউনিয়ানের চেয়ারম্যান মাহাবুব-উল আলম। এসময় ৬নং হাতিন্দহ ইউনিয়ানের পরিষদ প্রাঙ্গনে উন্মুক্ত বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন ইউপি সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য মেহের আলী, ৬নং হাতিন্দহ ইউনিয়ানের সচিব ইসমাইল হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
খবর২৪ঘণ্টা.কম/নজ