নাটোর প্রতিনিধি :
নাটোরে সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাড. নিওন হোসেনকে পূর্ববিরোধের জের ধরে কুপিয়ে জখম করেছে সজিব নামের এক যুবক। সজিব একই এলাকার এক ভ্যানচালক হত্যা মামলার আসামি। আহত নিওনকে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিওন ভাতুরিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।পুলিশ ও আহত নিওনের ভাই সজল হোসেন জানায়, বুধবার সকালে নিওন মোটরসাইকেল করে নাটোর জজ কোর্টে যাচ্ছিলেন। পথে
দিঘাপতিয়া বাজার এলে রাস্তায় তার গতিরোধ করে সজিব। এ সময় তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং নিওনের মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসময়ে নিওনের চিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার জন্য এগিয়ে আসে। পরে নিওয়নকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার শারিরিক পরিস্থিতির অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।হামলাকারী সজিব একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে ওই গ্রামেরই ভ্যানচালক সাহাবুদ্দিন হত্যা মামলার আসামি।এ ঘটনায় নাটোর সদর থানার ওসি (তদন্ত) ফরিদুল ইসলাম জানান, ঘটনাটি তারা শুনেছেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
খবর ২৪ ঘণ্টা/আর