নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি নুরপুর গ্রামের মোঃ সমজান আলী (৭০) ইন্তেকালে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন) করেছে। (সংশোধনী)
বুধবার ভোরে সমজান আলী ইন্তেকালে করেন নিজ বাড়ীতে । তাহার জানাযার নামাজে হাজারো মানুষের ঢল। শেষবারের মত একবার মুখের চেহেরা দেখতে কড়া রৌদে মানুষের ভীড় জমেছে কবরস্থানে। অনেকে কান্না আর ভালবাসায় সিক্ত করছেন।
এসময় তার জানাযায় অংশ নেন সাবেক সাংসদ ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এম এ তালহা ,বাগাতিপাড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল গনি,বাগাতিপাড়া উপজেলা জাতীয় পার্টির পৌর সভাপতি আবুল কালাম,লালপুর উপজেলা জাতীয় পার্টির ৩ নং চংধুপইল উইপির সাধারণ সম্পাদক মো: মনজুরুল ইসলাম সহ অনেকে। মালঞ্চির নুরপুরে সমজান আলীর জানাযার নামাজ আদায় করার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
খবর২৪ঘণ্টা.কম/নজ