নাটোর প্রতিনিধিঃ “উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ”এই স্লোগানকে সামনে রেখে নাটোরে জাতীয় আইনগত সহায়তা দিবসে র্যালী ও আলোচনা সভা হয়েছে। শনিবার সকালে নাটোর জেলা ও দায়রা জর্জ আদালত প্রাঙ্গণে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার জেলা কমিটির আয়োজনে র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই জায়গায় মিলিত হয়।
পরে সেখানে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ও দায়রা জর্জ রেজাউল করিম,অতিরিক্ত জেলা ও দায়রা জর্জ হাসানুজ্জামান, অতিরিক্ত চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম, সিনিয়র সহকারী জর্জ আসাদু-দৌলা, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও নাটোর বারের সভাপতি সিরাজুল ইসলাম পি.পি,অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আবুল হাসনাতসহ প্রমুখ। এরপরে সেচ্ছায় রক্তদান কর্মসুচির উদ্বোধন করেন জেলা ও দায়রা জর্জ রেজাউল করিম। লীগ্যাল এইড আইনে ২০১৭মার্চ থেকে এপর্যন্ত ২৮০টি মামলা নিষ্পত্তি হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ